কবিতাঃনীতিহীন নেতা-পাপিয়া
কবিঃমোঃ কামাল হোসেন্,
টাকার কাছে জিম্মি নেতা
নেতার চরিত্র রসাতলে,
নীতিহীন নেতায় দেশ সয়লাব
পাপিয়ায় যায় গলে।
মানব সেবার কথা বলে
নেতা যায় যখন ক্ষমতায়,
সেবার কথা ভুলে গিয়ে
বিলাসিতায় রাত কাটায় পাপিয়া ।
দিনের পর দিন যাচ্ছে বেড়ে
পাপিষ্ট হায়েনার বংশ,
বঙ্গবন্ধুর সোনার বাংলা
করবে তারা ধ্বংস।
আসুন সবাই গড়ি ঐক্য
দেশটা করি রক্ষা,
চাই না আর নীতিহীন নেতা
পাপিয়া নামক যক্ষা।
Discussion about this post