জনতার কলাম,সাংবাদিক এম এম লালমিয়া্ঃজাতির পিতাকে হারিয়ে দির্ঘ দিন পথ হারিয়েছিল বাংলাদেশ!!! দির্ঘ দিনের পথ হারানো বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে নিতে অনেক কাঠগড় পোড়াতে হয় বঙ্গকন্যা বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বমাতা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে। আজ বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে বিশ্ব দরবারে। যদি নিরপেক্ষ ভাবে জরিপ করা হয় তাহলে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পাবেন মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা।
যদি এই মানুষটি অবসর নিয়ে চলে যায় তাহলে দেশ আবারো সঠিক নেতৃত্ব হারাবে এবং দেশের উন্নয়ন থেমে যাবে ।
এদেশের উন্নয়নের জন্য তোমাকেই দরকার,
তাই তুমি হাল ছেড়োনা মা জননী।
মাগো যতোদিন তোমার হাঁতে থাকবে এদেশ,
ততোদিন পথ হারাবেনা বাংলাদেশ।( ছবি ফাইল ফটো )