মোঃইসতিয়াক আপনঃ শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউপির সাবেক চেয়ারম্যান বাবু আকন্দ ইন্তেকাল করেছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ভবানীপুর নিবাসী জনাব মোরতেজার রহমান বাবু আকন্দ আজ মঙ্গলবার রাত্রি ১০ টা ৪৫ মিনিটে স্কোক জনীত কারণে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করিয়াছেন ( ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন) তিনি ছিলেন অত্যন্ত সৎ ,আদর্শবান লোক। তার জনপ্রিয়তার কারণে জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি ছিলেন সৈয়দপুর ইউনিয়ন বাসি। সৈয়দপুর ইউপির জনগণের মনের ভাষা বুঝতেন বাবু আকন্দ। তার ইন্তেকালে সৈয়দপুর ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া ।ইন্তেকালের খবর পেয়ে শেষ দেখা দেখার জন্য অনেকেই রাতেই ছুটে এসেছেন তার বাড়িতে। মরহুমের নামাজের জানান বুধবার বিকাল তিন ঘটিকার সময় ভবানীপুর ঐতিহাসিক খেলার মাঠে অনুষ্ঠিত হইবে । উক্ত জানাজা নামাজে আপনারা সকলে আমন্ত্রিত। জনগণের এই ঘনিষ্ঠ এই জনপ্রতিনিধিকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর সাথে চিরনিদ্রাই শায়িত করা হবে । ইউপি এলাকাবাসি জানান তিনি ছিলেন একমাত্র জনপ্রতিনিধি যিনি নিজের কথা কখনো ভাবে নি এবং জনগণের স্বার্থে সর্বদা নিয়োজিত ছিলেন বলে জানান এলাকাবাসি ।