মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী আওলাদে রাসূল (দ.) শাহ্সূফী মাওলানা সৈয়দ আবুল বশর আল্-মাইজভাণ্ডারী (ক.) এর বার্ষিক ওরশ শরীফ ১৬ ডিসেম্বর রোববার ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। ওরশ শরীফের কর্মসূচিতে ছিল মাজার শরীফে গিলাফ চড়ানো, খতমে কুরআন মজিদ, খতমে গাউসিয়াসহ বিভিন্ন খতম, হুজুরের জীবনী আলোচনা, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। আলোচনা সভার সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উত্তর জেলা সহ-সভাপতি মাওলান আব্দুল খালেক আল-কাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, দৌলতপুর কাদেরীয়া দারুসসুন্নাহ দরবার শরীফের পীর সাহেব শাহ্ আব্দুল হালিম আল-কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী, ফটিকছড়ি জামেয়া উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম কাশেম আল-কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা তৈয়ব খান আল-কাদেরী, উপধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, মাওলানা গোলাম মো¯-ফা নূরুন নবী আল-কাদেরী, মাওলান আবু তাহের আল-কাদেরী, মাওলানা শহীদুল আলম আল-হাদী, মাওলনা ফিরোজ আলম রেজবী, মইনুল আলম চৌধুরী, এইচ. এম জাহাঙ্গীর আলম, এইচ. এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী। বক্তাগণ বলেন মাইজভাণ্ডার দরবার আল্লাহ পাকের বিশেষ রহমতের স্থান। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের পরিত্রাণের উসিলা মাইজভাণ্ডার দরবার শরীফ। আল্লাহ পাকের নৈকট্য ও প্রিয়নবীর (দ.) সন্তুষ্টি অর্জন করতে হলে আধ্যাত্মিক মনীষী আউলিয়ায়ে কেরামের পথ অনুসরণ করতে হবে।মাইজভাণ্ডার দরবারের আধ্যাত্মিক শরাফত তাত্তিক লেখনীর মাধ্যমে ও বুদ্ধিবৃত্তিক পন্থায় তুলে ধরেছেন শাহ্সূফী মাওলানা সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারী (ক.)। তিনি ছিলেন উলামাদের শিরোমণি। তাঁর আধ্যাত্মিক শক্তি, জ্ঞান-বুদ্ধির প্রখরতা ও সুমহান চারিত্রিক বৈশিষ্ট্যে মোহিত হয়ে সর্বস্তরের মানুষ মাইজভাণ্ডারী দর্শনে অনুপ্রাণিত হয়েছে। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহ কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
Discussion about this post