শারমিন আক্তার,ফেনী প্রতিনিধি: সোনাগাজীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে উপজেলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ.লীগ , যুবলীগ , ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনায় সভায় মিলিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল পারভেজ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সহকারি কমিশনার (ভুমি) নাছরিন আক্তার , পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল আলম, সোনাগাজী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহীউদ্দীন চৌধুরী, এনায়েত উল্যাহ মহিলা কলেজের প্রিন্সিপাল নিতাই চরণ ভৌমিক, পৌর কাউন্সিলর আইয়ুব আলী খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল হক প্রমুখ। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীর আয়োজন করা হয় এবং সকল স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য সেবা দেয়া হয়।
Discussion about this post