মহানগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাছিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামি শামীম আজাদকে অস্ত্রসহ গ্রেফতার করেছে আকবর শাহ থানা পুলিশ। এ সময় তৌহিদুল ইসলাম নামের আরও একজন গ্রেফতার হন।
(২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আশিকুর রহমান।
তিনি জানান, শুক্রবার ভোরে সিটি গেট এলাকায় আকবর শাহ থানা পুলিশের চেক পোস্টে তল্লাশির সময় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের একজন সোহেল হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
আকবর শাহ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া বলেন, দুই যুবক মোটরসাইকেল যোগে নগর থেকে মিরসরাইয়ের দিকে যাচ্ছিলেন। সিটি গেট এলাকায় চেক পোস্টে তাদের তল্লাশির সময় ১টি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post