মোঃ ফয়সাল এলাহীঃ চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানিতে সোয়া ১ কোটি টাকার শুল্ক ফাঁকির ঘটনা উদঘাটন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত বৃহস্পতিবার বিকেলে জিহাদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে বল বেয়ারিং ও বেয়ারিং হাউসিংয়ে ওই শুল্ক ফাঁকি উদঘাটন করা হয়। এই প্রতিষ্ঠানের নামে মিথ্যা ঘোষণায় পণ্য আনা হয়েছিল বলে দাবি করেছেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরে জেহাদ এন্টারপ্রাইজের নামে গত ২৭ জানুয়ারি বেয়ারিং হাউসিংয়ের আমদানিকৃত চালানটির খালাস স্থগিত করে শুল্ক গোয়েন্দা। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট ঝলক এন্ড ব্রাদার্স। জানা যায়, চালানটির কায়িক পরীক্ষায় ঘোষণাবহির্ভূত ১২০ মেট্রিক টন বল বেয়ারিং পাওয়া যায়। অথচ ঘোষণা অনুযায়ী আনীত পণ্য চালানে থাকার কথা ২ মেট্রিক টন। অপরদিকে বেয়ারিং হাউসিংয়ের ঘোষণা ছিল ১১৬ মেট্রিক টন। যেখানে পাওয়া যায় মাত্র ১১ মেট্রিক টন। প্রসঙ্গত, বেয়ারিং হাউসিংয়ের শুল্ক প্রায় ৫ শতাংশ এবং বল বেয়ারিং এর শুল্ক ৩৭.০৭ শতাংশ। শুল্ক গোয়েন্দা কর্মকর্তাগণ জানান, পণ্য চালানটি খালাস করে নিয়ে গেলে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব হাতছাড়া হত। এদিকে, গতকাল সকালে মিথ্যা ঘোষণায় ব্লোটিং কাপড়ের পরিবর্তে ড্রাইড ওভেন ফ্যাব্রিক্স আমদানি করায় চট্টগ্রামে প্রায় ১৫ মেট্রিক টন পণ্য আটক করে শুল্ক গোয়েন্দারা।সূত্র দৈনিক পূর্বকোণ ।