বিশেষ প্রতিনিধিঃ২৩ মার্চ হতে পরবর্তী ২১ দিন প্রতিদিন সন্ধ্যা ৭ টা হতে ভোর ৬ টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা (কারফিউ) আরোপ করেছে সৌদি সরকার। এই সময়ে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য আদেশ দেয়া হয়।
বাদশা সালমান রবিবার (করোনা ভাইরাস) এর বিস্তার নিয়ন্ত্রণে সোমবার সন্ধ্যা থেকে সৌদি আরব জুড়ে কারফিউ জারির আদেশ জারি করেছেন।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দ্বারা পরিচালিত একটি রাজ আদালতের বিবৃতিতে বলা হয়েছে যে কারফিউটি সন্ধা ৭ টা থেকে শুরু হবে। ২২ শে মার্চ, ২০২০ সন্ধ্যা থেকে ২১ দিনের জন্য প্রতিদিন সকাল ৬ টা পর্যন্ত বলবত থাকবে।
সূত্র জানিয়েছে এটি অন্য কোন বিষেশ কারণে হতে পারে তবে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে ।
Discussion about this post