এস এম মনিরুজ্জামান,বাগেরহাট:বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় আমিন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া চৌধূরীদের বাগানের নিকট পাকা সড়কে গত বুধবার সকাল ৭টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ভিকটিম ও তার পরিবার সুত্র জানায়-কাহালপুর গ্রামের মেয়েটি প্রতিদিনের ন্যায় সকাল ৭টার দিকে চরকুলিয়া কোচিং ক্লাসে যাচ্ছিলো । পথিমধ্যে প্রতিবেশী ইব্রাহিমের ছেলে আমিন শেখ (২২) মেয়েটিকে ধরে সড়ক ঘেষা বিশাল বাগানের দিকে নিতে থাকে। তখন মেয়েটির ডাক-চিৎকারে পাশের বাড়ীর লোকজন ছুটে আসলে ওই যুবক পালিয়ে যায়। তারা এঘটনার দৃষ্টান্তমূলক বিচার চায়েছেন ।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবীর বলেন-জঘণ্য এ ঘটনার জন্য ওই যুবককে (আল আমিন) আটকের ততপরতা চালাচ্ছেন।