৭১ বাংলাদেশ ডেস্ক ঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে।
তিনি সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তবে এখনো দেশে স্বাধীনতাবিরোধীরা সোচ্চার রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা ৪৭ বছরের পরও মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে কালো ছায়া বিস্তার করে আছে। স্বাধীনতা বিরোধীদের এই বিষ বৃক্ষটি মূলোৎপাটন করতে হবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
পৃথিবীর কোনো স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধী শক্তি রাজনীতি করতে পারে না বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও অগ্রগতির বিষয়ে কাউকে কোনো প্রকার ছাড় দেয়া যাবে না।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।