জনতার কলাম,হোসেন বাদসাঃপঞ্চগড়ের বোদা উপজেলার বলরাম হাটে একটি পরিবারকে গৃহ বন্দীকরে রাখা হয়েছে ।সূত্র জানায় অন্যের জমির উপর দিয়ে বাড়ীতে চলাচল করায় দুর্বৃত্তরা রাস্তা কেটে দিয়ে তাদের বাড়ী থেকে বের হওয়া বন্দ করে দিয়েছে। দির্ঘদিনের অন্যায় থেকে বাচতে পরিবারটি জমি বিক্রি করে অন্যত্রে চলে যেতে চাইলেও থেমে নেই দুর্বৃত্তদের অত্যাচার। নিজ বাড়ীর জমিতে ঘড় তুলতে দেয়া হচ্ছেনা তাদের।বিভিন্ন সূত্রে জানাযায় বিষয়টি নিয়ে স্থানিয়য় দের কাছে বিচার চাইলে এবার বাড়ীতে গিয়ে নির্মম ভাবে হামলা চালানো হয়। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে বাড়ীর অন্য সদস্যরা। (সূত্র ফেসবুক ওয়াল)দৈনিক ৭১ বাংলাদেশ , পূর্বে ও অসহায় লোকদের পাশে ছিল বর্তমানে ও আছে এবং ভবিষ্যতে ও থাকবে, ইনশাল্লাহ্- ধন্যবাদান্তে সম্পাদক- শেখ সেলিম ।
Discussion about this post