এস এম মনিরুজ্জামান:বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভবনা এলাকায় স্বামী পরিত্যাক্ত এক মহিলা সাত মাসের অন্তঃসত্তা হয়েছে।
এ ব্যাপারে ভিকটিম নিজ বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯ (১) ধারায়
একটি মামলা করেছে। যার নং-০৩, তারিখ-০৮/০৫/২০১৯ইং। এ ঘটনায় মামলার মূল আসামী ভবনা গ্রামের
মৃত ইজার উদ্দিনের পুত্র আব্বাস উদ্দিন (৫৫) কে গত ৯ মে সকালে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম
হয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান চন্দ্র রায় মামলার বরাত দিয়ে জানান,
উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা এলাকার মৃত নুরমোহম্মদ এর কন্যা ও স্বামী পরিত্যাক্ত মহিলার (৩৫)
অসহাত্বের সুযোগ নিয়ে আব্বাস উদ্দিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে সু-কৌশলে তাকে ধর্ষন করে।
মহিলা লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন করেন। এরপর ভয়ভিতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবৎ মেলামেশা করে
আসছে। বর্তমানে সে ৭মাসের অন্তঃসত্তা বলে পুলিশ জানায়। উক্ত মহিলার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ এ প্রতিবেদককে বলেন,
অভিযোগমূলে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তিকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত
সাপেক্ষে এর আসল রহস্য উদঘাটন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।