কবিতা-রক্তের ঋণ
এই দুনয়ায় মানুষ গুলো সবাই বুদ্ধিতে বড় ভালো
স্বার্থ লোভে কুট বুদ্ধিতেই আপনজনকেই আঘাত করে কালো
আপনজনে রুগ্ন সেবা রক্ত দানে আপনজনই মানব সেবা,রক্ত দানে আলো
মায়ের সেবা,বোনের সেবা আপনজনের আপনজনের মানব সেবায় ভাই জগতের আলো
মায়ের শাসন,সৎ উপদেশ মায়ের ভালোবাসা
বোনের ছোট,ভাইয়ের ছোট,ছোট্ট ভাই
মায়ের দোআ,বুঝে মায়ের ব্যথা।
বোনকে দেখে,ভাইকে দেখে,দেখে নিঃস্ব গয়ে ছোট্ট ভাইয়ের রক্তমাখা,
সৎ উপার্জন বড়রা সব আপন হয়ে গিলে।
মা যে বড় এই দুনিয়ায় ন্যায়ের মহাশাসক মায়ের দোআয় জায়গা,
সম্পদ ছোট্ট ভাই বিলিয়ে দেয় ভালোবাসায় রক্তের ঋণে আপনজনের ভালোয়।
কবি-মোঃ তাজ উদ্দীন এম.এ(ডাবল) চেয়ারম্যান শতবর্ষের বঙ্গবন্ধু গবেষণা পরিষদ