বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহ’র রোগমুক্তি কামনা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল সহ
জেলা কার্য-নির্বাহী কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এক সভা অনুষ্ঠানে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী ইউনুস পবিত্র কোরআন তেলাওয়া ও দপ্তর সম্পাদক মিলন শর্মার বিশেষ প্রার্থনায় সভায় সভাপতিত্ব করেন-টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক আবদুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন,
টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার, আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ দিলু, টেকনাফ সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক রহমত উল্লাহ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াজ করিম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিকদার, হোয়াইক্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, শাহপরীর দ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আবদুস শরীফ, উপ-প্রচার সম্পাদক আরাফাত সানি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সহ উপজেলা-সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রন্জন গুহ দাদার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সুস্থতা কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে অবিচল পথ চলার আহবান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে সরওয়ার আলম বলেন- গতকাল কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় টেকনাফ উপজেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। কেন্দ্র ও জেলার নেতৃবৃন্দের প্রতি টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, তিনি আরো বলেন আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করার জন্য পাড়া,মহল্লা, ইউনিয়ন পর্যায়ে এবং সরকারের উন্নয়ন ও সংগঠনকে গতিশীল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।