টাঙ্গাইল ব্যুরোঃনাগরপুরে টাঙ্গাইল আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছে। ১৩-১৩-১৮ইং, বৃহস্পতিবার দুপুরে উপজেলার টাঙ্গাইল-আরিচা মহসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম মো. তাজিম মিয়া (৪০)। সে উপজেলার ডাংঙ্গা ধলা পাড়ার গ্রামের রইজ উদ্দিনের ছেলে। তিনি ঘাটাইল সেনা নিবাসে কর্মরত ছিল। দুর্ঘটনায় সেনা সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাদঁ। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত সেনা সদস্য নাগরপুর সদর বাজার থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ি ফিরছিল। পথিমধ্যে ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে পৌছলে অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক্টর (মাটির গাড়ি, যাহা পারমিট বিহীন) তাকে সম্মুখ থেকে সজোড়ে ধাক্কা দেয় । এতে তাজিম মিয়া গুরুতর আহত হয়। এ সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল সদর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বেলা ৩টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। ঘটনার পর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।
Discussion about this post