কামাল হোসেন:যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় পা হারানো নিপা’র চিকিৎসা তহবিল গঠনের উদ্দেশ্যে ব্যাংক একটি একাউন্ট খোলা হয়েছে।
উপজেলার নাভারন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও নাভারন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোরাদ হোসেনের যৌথ নামেএকাউন্টটি খোলা হয়েছে। শার্শার নাভারনে সড়ক দুর্ঘটনায় এক পা হারানো নিপাকে বাঁচাতে সহযোগীতার হাত বাড়াতে সকলের কাছে আহবান করেছে নিপার পরিবারসহ শার্শার সকল শিক্ষার্থী ও শিক্ষকরা। যার একাউন্ট নম্বর ৩০৭৯-০১০-০১৮৭২০ রুপালী ব্যাংক লিমিটেড, নাভারন বাজার শাখা, শার্শা-যশোর।
উল্লেখ্য, গত ২০মার্চ সকালে স্কুলে যাবার পথে নাভারন বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে একটি ডাবল কেবিনের পিকার নিপাকে পিসে দেয়। এসময় ঘটনা স্থলে নিপার ডান পায়ের বাটুর নিচ থেকে কেটে পড়ে। একই সঙ্গে নিপার বাম পায়ের দুই স্থানে ও ডান হাতের দুই স্থানে ভেঙ্গে যায়। নিপা বর্তমানে যশোর ২৫০শয্যা হাসপালের ২নং সার্জারী বিভাগের ৩নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে।