৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর কদমতলীতে প্রতিবাদ সভা অনুষ্টিত ।সড়ক পরিবহন আইনের ধারাগুলো সংশোধন না করলে পরিবহন মালিক-শ্রমিকের চরম ক্ষতি হবে বলেন বক্তারা
সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা সমুহ সংশোধনে দাবীতে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উদ্যোগে ১২ নভেম্বর ২০১৯ ইং মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক প্রতিবাদ সভা নগরীর কদমতলীস্থ ট্রাক মার্কেটে অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল নবী লেদু, নির্বাহী সভাপতি আবু বক্কর সিদ্দিক,কার্যকরী সভাপতি আলহাজ্ব মনির আহমেদ, আন্তঃজেলা ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব দীন মোহাম্মদ, প্রাইম মুভার ট্রেইলর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম,
রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, চট্টগ্রাম পিক আপ-মিনি ট্রাক-সিএনজি অটো টেম্পু মালিক-চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ফেরদৌস, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তাফা, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কাপ্তাই ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী মোঃ লোকমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুল আলম, ট্রাক-কভার্ডভ্যান মালিক গ্রুপ বাকলিয়া-কোতোয়ালী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল,
পতেঙ্গা-হালিশহর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুণ, রাঙ্গামাটি ট্রাক মালিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম আন্তঃজেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস,
চট্টগ্রাম ট্রান্সপোর্ট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আন্তঃজেলা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, চট্টগ্রাম পিক আপ মালিক-চালক ঐক্য পরিষদের সভাপতি ফেরদৌস জামাল মুকুল শেঠ, শ্রমিক নেতা আবুল বাহার, জসিম উদ্দিন, আবুল কাশেম, আবদুস শুক্কুর, মোহাম্মদ আলী, মোঃ হোসেন তালুকদার, কে.এম মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, মোঃ ইব্রাহিম ও মোঃ মিলন সহ আরো অনেকেই ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারাগুলো সংশোধন না করে কার্যকর করলে পরিবহন মালিক-শ্রমিকের চরম ক্ষতি হবে। আবার কোন কোন ধারায় মালিক-শ্রমিকের জেল-জরিমানা হলে পরিবহনগুলো হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে সড়ক পরিবহন আইন সংশোধন জরুরী।
পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ আপাততঃ কার্যকর না করে পরিবহনের ফিটনেস ও রুট পারমিটসহ সকল ডকুমেন্ট হালনাগাদ করতে পরিবহন মালিক-শ্রমিকদের কমপক্ষে ৬ মাস সময় দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান বক্তারা।