শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃ২৫ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে ফেনীতে গুটি গুটি বৃষ্টি পড়ছিলো।হঠাৎ ১০টা থেকে বৃষ্টি বেড়ে যাওয়া তে ফেনীর ২১শে বই মেলার সকল ভিড় মিনিটের মধ্যে কোথায় যেনো মলিন হয়ে গেলো।এরপর কিছু বই বিক্রেতা জানান বৃষ্টির জন্য বই মেলা স্থগিত রয়েছে।২৬শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা থেকে আবার বই মেলা শুরু হবে।এবং পাঠকরা আবার তাদের পছন্দের সকল বই সমূহ ক্রয় করতে পারবে।
Discussion about this post