বিশেষ প্রতিবেদকঃচট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন কাটাখালিকূলে হযরত শেখ আমজাদ আলী শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ ২০ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে |
বার্ষিক ওরস শরীফ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কোরআন, মিলাদ মাহফিল, শ্যামা মাহফিল, কাওয়ালী অনুষ্ঠান,এবং আখেরি মোনাজাত শেষে তবারক বিতরনের আয়োজন করা হয়েছে |
সকল আওলাদবৃন্দের পক্ষ থেকে আশেক ও ভক্তবৃন্দের প্রতি পবিত্র ওরশ শরীফে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওলাদ শাহজাদা শেখ শহিদুল উল্লাহ চৌধুরী (পারভেজ) ,শাহজাদা শেখ আহসান উল্লাহ চৌধুরী,শাহজাদা শেখ ফরমান উল্লাহ চৌধুরী প্রমুক ।