সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সম্প্রতি শ্যামনগর উপজেলা নূরনগর ইউনিয়নের হরিপুর গ্রামের সুন্দরবন ক্লাবে সর্বস্ব চুরি হয়েছে।সরজমিন ঘুরে দেখা যায় ক্লাবের ভিতর কিছুই নেই এবং দরজা ভাঙ্গা।ক্লাবের সভাপতি ও অন্যান্য সদস্যদের কাছ থেকে জানা যায়, গত রাতে ক্লাবের ভিতর থেকে ৩০ ওয়ার্ডের সোলারের ব্যাটারি, প্যানেল ও ১৪ ইঞ্চি কালার টিভি সহ ক্লাবের প্রয়োজনীয় জিনিসপএ চুরি হয়।এই চুরির ব্যাপারে শ্যামনগর থানায় একটি সাধারন ডায়রী করার প্রস্ততি চলছে বলে জানা গেছে।