৭১ বাংলদেশ প্রতিবেদকঃবিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু রাজধানী ঢাকার রমনা থানার একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। পরে বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শামসুজ্জামান দুদু। সেটি শেষে সেগুন বাগিচায় নিজের গাড়ির কাছে যেতেই পুলিশ তাকে আটক করে।
শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষকদলের সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টার, সহ-দপ্তর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
Discussion about this post