মোঃবোরহানঃহাটহাজারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল (২০) নামে একজন নিহত হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত জুয়েল ঐ ইউনিয়নের চারিয়া নিজাম তালুকদার বাড়ির আইয়ূবের পুত্র।
সূত্রে জানা যায়, উপজেলার চারিয়া বুড়িপুকুর পাড়ে নিহত জুয়েল মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।