মোঃ বোরহান উদ্দিনঃহাটহাজারীতে ইয়াবা সেবন ও বিক্রির দায়ে মো. হান্নান(২৫) নামে এক যুবককে মোবাইল কোর্টে ৬মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ৯অক্টোবর মঙ্গলবার বিকেলে মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. হান্নান মেখল ইউনিয়নের আবদুল হালিমের পুত্র।
সূত্রে জানা যায়, বহুদিন যাবৎ হান্নান ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে হাটহাজারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন থানার এএসআই নুরুল আমিনের সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাটহাজারী বাসস্ট্যন্ডস্থ দরবার হোটেলের পেছন থেকে হান্নানকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করে ৯পিস ইয়াবা জব্দ করা হয়। তাৎক্ষণিক তার স্বীকারোক্তিনুযায়ী ৬মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ইয়াবা সেবন ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে হান্নানকে ৬মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন দণ্ডপ্রাপ্ত হান্নান থানায় আছে বুধবার তাকে কারাগারে প্রেরণ করা হবে।