মোঃ বোরহান উদ্দিনঃহাটহাজারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ওসমান আলি আর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
শনিবার বেলা ১২ঃ৪০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওসমান আলির ভাই’র ছেলে মোঃ ওসমান গনি মুন্না বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ হাটহাজারী পৌরসভাধীন মুন্সির মসজিদ এলাকায় রাস্তা পার হতে গেলে চট্টগ্রামমুখি একটি বেপরোয়া বাস ধাক্কা দিলে নিহত ওসমান আলি সিটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় তাকে চমেকে রেফার করেন।
দুপুরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত ওসমান আলি(৭৮) হাটহাজারী পৌরসভার উত্তর মিরেরখীল গ্রামের (মুন্সির মসজিদের পূর্ব পার্শ্বে) শারজান আলির বাড়ির মৃত আব্দুল আলির পুত্র। তার স্ত্রী, দুই পুত্র ও চার মেয়ে সন্তান আছে বলে জানা যায়।