মোঃ বোরহান উদ্দিনঃ- হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের আপন চন্দ্র নামের এক সুইপার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ এবং পরে হত্যার চেস্টা করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১১মার্চ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ভাইকে নাস্তা দিতে গিয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ঐ বিদ্যালয়ের সুইপার আপন চন্দ্রের হাতে ধর্ষণের শিকার হোন, পরে ধর্ষক ঘটনার মোড় ঘুরাতে হত্যা চেস্টার উদ্দেশ্যে চুরিকাঘাত করে দোতলা হতে নীচে সেফটি টাংকিতে ফেলে দেন, পরে মেয়েটির বাবা আশংকাজনক অবস্থায় সেফটি টাংকি হতে বিকাল ৩টার দিকে মেয়েকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মূমূর্ষাবস্থায় চমেক পাঠিয়ে দেয়। ঘটনা জানতে মেয়েটির বান্ধবীর বাবা আনোয়ার হোসেন প্রতিবেদককে বলেন আমার মেয়ে ও ভিকটিম বান্ধবী তারা একইসাথে স্কুলে আসা যাওয়া করে দুপুর ২টার দিকে তারা ভিকটিমের ভাইকে দুপুরের নাস্তা দিতে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে গেলে দোতলা হতে অভিযুক্ত আপন চন্দ্র উপরে আছে বলে জানিয়ে আমার মেয়েকে নীচে থাকতে বলে ভিকটিমকে উপরে নিয়ে যায়, পরে বান্ধবীর কোন সাড়া শব্দ না পেয়ে তার স্কুলে গিয়ে বিষয়টি জানালে স্কুলের শিক্ষকরা মেয়েটিকে খুঁজতে থাকে অপরদিকে মেয়েটির বাবাও খবর পেয়ে দ্রুত এসে আমার মেয়ের দেখানো জায়গায় খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দোতলার মেঝে রক্ত দেখে নীচে সেফটি টাংকিতে নেমে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে, মেয়েটিকে ধর্ষণ করে হত্যার উদ্দেশ্যে দোতলা থেকে নীচে সেফটি টাংকিতে ফেলে দেয়।
এ দিকে খবর পেয়ে এলাকাবাসী ধর্ষক আপনকে আটক করে গনধোলাই দিতে চাইলে স্থানীয় চেয়ারম্যান আলমগীর জামান জনতার রোষাণল হতে বাঁচিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ অনেক কস্টে আপনকে থানায় নিয়ে যায়, তবে থানায় নেয়াকালে আপন আবারো জনতার রোষাণলে পড়ে উত্তেজিত জনতা আপনের ফাঁসি দাবি করে উত্তম মধ্যম দেয়ার চেস্টা করে।
স্থানীয় চেয়ারম্যান ও গভর্ণিং বোডির সভাপতি প্রতিবেদককে বলেন ঘটনার সময়ে স্কুলে কেউ ছিলনা কারন স্কুলে শিক্ষকদের কর্ম বিরতি চলছিল, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশকে আমিই খবর দিয়ে আপনকে আইনের হাতে তুলে দেই, আমরাও অভিযুক্তের শাস্তি দাবি করছি।
স্কুলের প্রধান শিক্ষক মকছুদ বলেন প্রায় ২৮ বছর যাবৎ আপন স্কুলটিতে সুইপার হিসেবে কর্মরত সে উপজেলার ধলই ফরহাদাবাদস্থ মালি পাড়ার মালি বাড়ির উমেশ চন্দ্রের পুত্র আপন চন্দ্র বলে জানান তিনি।মোঃ বোরহান উদ্দিন ফেসবুক ওয়াল
Discussion about this post