মোঃ বোরহান উদ্দিন:হাটহাজারীতে বশির(৫৫)নামে এক দাড়োয়ানকে পিটিয়ে আহত করেছে রিয়াজ(২০), সাইম(১৮)সহ অজ্ঞাতনামা ২মাদকাসক্ত। (৩০আগষ্ট) বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে হাটহাজারী পৌরসভাধীন মেখল রোডে অতর্কিতভাবে তার উপর হামলা চালায় তারা। আহত দাড়োয়ান পূর্ব দেওয়াননগর কালা চাঁন ফকিরের বাড়ির মৃত হাফিজুর রহমানের পুত্র।
জানা যায়, দাড়োয়ান বশির তার দায়িত্ব পালনার্তে মেখল রোডে অবস্থানকালে হঠাৎ নেতৃত্বদানকারী রিয়াজ সাইম সহ অজ্ঞাতনামা আরো ২যুবক নিয়ে অতর্কিতভাবে হামলা করে, চারজনের কিল ঘুষিতে বশিরের নাক,মাথার পিছনে ও বুকে জখম হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
আহত দাড়োয়ান বশির জানান হঠাৎ সন্ধা ৭টার দিকে আজম মেম্বারের ভাই’র ছেলে রিয়াজের নেতৃত্বে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়, কেন মেরেছে আমি নিজেই জানিনা তারা প্রায় সময় রাতে মাদকাসক্ত হয়ে মেখল রোডে দোকানগুলোর আশে পাশে ঘুরাফেরা করে,হয়ত আমার জন্য কোন অপকর্ম করতে পারেনা বলে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।
জানা যায়, কিছুদিন আগে রিয়াজ মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে বের হলেও কোন পরিবর্তন হয়নি, রিয়াজ কাউকে কোন রকম তোয়াক্কা করেনা জানিয়ে অনেকে বলেন বাবার বিদেশের টাকায় তার রক্ত গরম।
এদিকে খবর পেয়ে মেখল রোডের ব্যবসায়ীরা তাৎক্ষণিক দাড়োয়ানকে পিটিয়ে আহতের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
Discussion about this post