তপুরায়হান রাব্বী ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আহত-হয়েছে কয়েক জন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বরবিলা নামক স্থানে আজ ১১ই মার্চ রোজ রবিবার দুপুর ১২ টায় হালুয়াঘাটগামী ইমাম বাস ও ময়মনসিংহমুখী মাহেন্দ্র থ্রিহুইলার এর সাথে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। জানাগেছে নিহতরা হলেন, মোঃ সাহের আলী (৬৫) আবুল কালাম (৩৫) ও মোছাঃ লাভলী আক্তার (৫৫) । এ সময় মোঃ রফিকুল ইসলাম(২২) বাবু মিয়া(২৫) রাসেল মিয়া(১৫) সুমাইয়া (২৫) ও আবির হোসেন (১২) আহত হয়েছে। যানচলাচল বন্ধথাকে কিছুখন লোকজনের বিড়ে। পরে আহতদের স্থানিয় ফুলপুর হাসপাতালে পাঠানো হয়। পরে ২জন গুরুত্ব আহত হওয়াই তাদেরকে ফুলপুর উপজেলা হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এসে যান চলাচল নিয়ন্তনে আনে।