উপ-মহাদেশের প্রখ্যাত সাধক, অলিয়ে কামেল, আওলাদে রাসুল(দঃ), মুর্শিদে বরহক¦, আলম বরদারে আহলে সুন্নাত, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীক¦ত, হযরতুলহাজ্ব আল্ল¬ামা হাফেয,ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমতুল্ল¬াহি তা’আলা আলাইহি’র ১৫ জিলহজ্ব ১৪৩৯ হিজরী মোতাবেক ২৭ আগষ্ট ২০১৮ ইং সোমবার হুজুর কেবলা (রহঃ)’র ২৬তম ওফাত দিবস। এ উপলক্ষে বাংলাদেশের প্রধান অনুষ্ঠান আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় বন্দরনগরী চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জুুলুস ময়দানে জামেয়ার চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম’র সভাপতিত্বে দিনব্যাপী সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এছাড়াও, আনজুমান ট্রাস্ট’র পরিচালনাধীন ঢাকা মোহাম্মদপুর¯হ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা, দেশের বিভিনè জেলা/উপজেলাস্থ মাদ্রাসা সমূহে ও খানকাহ্ শরীফে ভারত, পাকিসÍান, বার্মা, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়। ওরস মোবারক মাহফিলে বক্তারা বলেন-গাউসে জীলানী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুরই বংশের উজ্জ¦ল নক্ষত্র মাদারযাদ ওলী হিসেবে সুপ্রসিদ্ধ, কামিল-মুকাম্মিল পীরে ত¦রীক্বত হিসেবে সকলের স¦ীকৃতিধন্য এবং একজন অনন্য সফল সমাজ সংস্কারের আদর্শ হবার উজ্জ¦ল বৈশিষ্ঠ্য সমৃদ্ধ মহান ওলী শ্রদ্ধাভাজন মুর্শিদে বরহক্ব হুযুর ক্বেবলা হযরতুল আল্লামা হাফেয ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি তা’আলা আলাইহি। গাউসে জামান আল্ল¬ামা তৈয়্যব শাহ্ রহমাতুল্ল¬াহি আলাইহি ছিলেন একাধারে শরীয়ত ও ত্বরীক¦তের সমন্বয়কারী এবং দ্বীনের পূনর্জীবনে এক ক্ষণজন্মা আধ্যাত্মিক মহাপুরুষ। ১৯৭৪ এ তাঁর প্রতিষ্ঠিত ’জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্ল¬াল্ল¬াহু আলাইহি ওয়াসাল্ল¬াম’, গাউসুল আযম জিলানী রদ্বিয়াল¬াহু আনহু প্রবর্তিত ’খতমে গাউসিয়া’ খতমে গেয়ারভী শরীফ’ ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত’র খিদমতে নিয়োগ করে সুন্নিয়ত ও কাদেরিয়া ত্বরীকার পুনর্জীবনদাতা এবং শতাব্দীর সংস্কারক ব্যক্তিতে¦র অধিকারী। তিনি শরীয়ত ও ত¦রীক¦ত শিক্ষার সমন্বয়ে ঈমান-আক্বিদাকে সুদৃঢ় রেখে নবী মোসÍষ্ফা (দঃ)’র সুন্নাত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের যে শিক্ষা দিয়ে গেছেন, যা যথার্থ অনুসরণের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি স¤ভব। এতে বক্তব্য রাখেন-আনজুমান ট্রাষ্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ও ওরস সাব কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ¦ পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, প্রধান ফকীহ্ আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী,সিনিয়র আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, সিনিয়র আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, ছোবহানীয়া আলীয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা কাজী মঈন উদ্দিন আশরাফী, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল এর আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা আবুল হাসনাত প্রমুখ। মূল অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্ট’র আলহাজ¦ মুহাম্মদ আবদুল হামিদ। এতে উপস্থিত ছিলেন-আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র এডিশনাল জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ সামশুদ্দিন, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ¦ এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী আলহাজ্ব¡ মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর আলহাজ¦ কাজী শামসুর রহমান, আনজুমান ট্রাষ্ট’র উপদেষ্টা আলহাজ¦ এ,কিউ,আই চৌধুরী, পিএইচপি ফ্যামিলী চেয়ারম্যান আলহাজ্ব সুফী মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ আনোয়ারুল হক,কেন্দ্রীয় সচিব আলহাজ¦ সাহাজাদ ইবনে দিদার,আনজুমান ট্রাষ্ট’র সদস্য আলহাজ¦ মুহাম্মদ তৈয়বুর রহমান,আলহাজ¦ মোহাম্মদ নূরুল আমিন, আলহাজ্ব শেখ নাসির উদ্দিন আহমেদা আলহাজ¦ নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, আলহাজ¦ তসকীর আহমেদ,আলহাজ¦ মুহাম্মদ হাসানুর রশীদ রিপনসহ অন্যান্য সদস্যবৃন্দ, কেè‘দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম সচিব আলহাজ¦ মুহাম্মদ মাহাবুবুল হক খান,সাংগঠনি সম্পাদক আলহাজ¦ এস,এম,মাহাবুব এলাহী সিকদার,গাউসিয়া কমিটি বাংলাদেশ,চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ¦ মুহাম্মদ আবুল মনছুর, সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আলহাজ¦ খায়ের মোহাম্মদ,সহঃসম্পাদক আলহাজ¦ ছাবের আহমদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পু,অর্থ সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ মনোয়ার হোসেন মুনèা, আলহাজ¦ ছাবের আহমদসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ¦ মুহাম্মদ কমরুদ্দিন সবুর,সম্পাদক মাষ্টার মুহাম্মদ হাবিবুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ, আনজুমান ট্রাস্ট পরিচালনাধীস মাদ্রাসা সমূহের ওলামায়ে কেরাম,বুদ্ধিজীবি, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস হযরতুলহাজ¦ আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে দো’আ ও মুনাজাত।. পরিশেষে বা’দ এশা-তার্বারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। চট‘গ্রাম মহানগর গাউসিয়া কমিটির ব্যব¯-াপনায় হুজুর কেবলার ওরস উপলক্ষে ইসলামী সাহিত্য ও সাস্কৃতিক প্রতিযোগিতায় ৭ ইভেন্টে মোট ২১ জন ছাত্রকে সনদ, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। উল্লে¬¬খ্য,ওরস মোবারক উপলক্ষে আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় জামেয়ার হোস্টেল সুপার আলহাজ¦ মাওলানা আবু তাহের ও আলহাজ¦ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ সাহেবের পরিচালনায় বাদ-এ-নামাজে ফজর খতমে গাউসিয়া শরীফ ও মিলাদ শরীফ, আলহাজ¦ মাওলানা কাজী ছালেকুর রহমান’র পরিচালনায় খতমে কুরআন মাজিদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রসূল(দঃ) সম্পন্ন করা হয়। বেলা ৩টা হতে মূল অনুষ্ঠানে পবিত্র কুরআন পাক থেকে তেলোয়াত করেন জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার কামিল হাদীস ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আলাউদ্দিন, না’তে রাসূল সাল্ল¬াল্ল¬াহু আলাইহি ওয়াসাল্ল¬াম পরিবেশন করেন কামিল হাদীস ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ আব্দুর রহমান এবং সালাত-সালাম পরিবেশন করেন জামেয়ার মুদাররিস মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন।
Discussion about this post