বিশেষ প্রতিনিধিঃঈদুল ফিতরকে সামনে রেখে লকডাউন ভঙ্গ করে কেউ পায়ে হেঁটে ও যদি গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাকে ঈদ পর্যন্ত রাস্তাতেই বসিয়ে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার (২০ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণপরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ বাসা থেকে বের হওয়ার চিন্তা করবেন না।
জীবন বেঁচে থাকলে আগামীতে ঈদ সবাই মিলে একসাথে করব আমরা। সবাই নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। ঝুঁকি নিয়ে কোনোভাবেই জেলার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না।
ঢাকা এবং আশপাশের জেলা থেকে কাউকে অন্য জেলায় যেতে না দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই মধ্যে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা রোধে দেশ ও জাতির স্বার্থে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের অজুহাতে কেউ রাস্তায় বের হলে, তাকে আটকে দেওয়া হবে এবং ঈদ পর্যন্ত তাকে রাস্তাতেই অবস্থান করতে হবে। কারো কোনো অজুহাতকে পুলিশ প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি।