কবিতা-মাতৃভূমি
হে বঙ্গ জননী মা
আমায় একজন শেরে বাংলা দাও না
অথবা একজন বঙ্গবন্ধু
যার দীপ্ত কন্ঠে ঘুম ভাঙবে
মনুষ্যত্ব হীন মানুষগুলোর জাগ্রত হবে বিবেক!
তুমি দেখছোনা মা
তোমার নিরীহ সন্তান গুলো কি ভাবে
মাদকের ভয়াল নেশার ছোবলে
তিল-তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে
তুমি দেখছোনা মা
মানুষ নামের পশু গুলো কি ভাবে
নারী ধর্ষণ-শিশু ধর্ষণ-গুম-খুন -অত্যাচার করছে
এর পরেও কি তুমি চুপ করে থাকবে!
হে বঙ্গ জননী মা
আমায় একজন কবি-গুরু
অথবা কাজী নজরুল দাও না
যার কলমে অগ্নি ঝরিয়ে
মরুর বুকে রক্তজবা ফোঁটাব
তুমি কি ভুলে গেছো মা
২৫ই মার্চ সেই কাল রাত্রির কথা
তোমার বুদ্ধিদীপ্ত সূর্য সন্তানদের
নৃশংষ ভাবে হত্যা করেছে ওরা!
মা গো আজ তুমি স্বাধীন
তবুও একদল মনুষ্যত্ব হীন অর্থলোভি মানুষ
তোমার মেধাবী সন্তানদের মেধা শূণ্য করতে
সুক্ষ পরিকল্পনায় পরিক্ষার আগেই প্রশ্নঃপত্র ফাঁসকরে
তোমর সন্তানদের মেধাহীন করতে চাইছে
মা আর চুপ করে থেকোনা
দাও একজন বঙ্গবন্ধু অথবা কাজী নজরুল
যাদের দিপ্তকণ্ঠে-অগ্নিঝরা বাণীতে
মনুষ্যত্ব হিন পশু গুলো কে ধ্বংস করে
তোমার স্বপ্নের সোনার বাংলা গড়বে মা ।কবিঃরফিকুল ইসলাম (খোকন)