হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ:পুলিশের সঙ্গে গুলাগুলিতে মো. বাবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় এসআই মোঃ বাবুল (৩৩), কনস্টেবল মোঃ আজিজ (২৩), রয়েল বড়ুয়া (২৩)আহত হয় এবং ঘটনাস্থল থেকে একটি এলজি (আগ্নেয়াস্ত্র), ৮ রাউন্ড তাজা কার্তুজ,৭ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। নিহত মাদক কারবারি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের ছেলে। পুলিশের দাবী -১৬ আগষ্ট (শুক্রবার) ভোররাতে থানা পুলিশের একটি দল উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার পাহাড়ে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে, এমন সংবাদে অভিযানে যায়, নিহত মাদক ব্যবসায়ী মোঃ বাবুল’র বাড়ির কাছাকাছি গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে, পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পাশর্^বর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ গুলিবিদ্ধ মোঃ বাবুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। টেকনাফ উপজেলা সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মোঃ বাবুল মারা যায়। কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান- থানা রেকর্ড পত্র সিডিএমএস পর্যালোচনা করে নিহত মোঃ বাবুল (২৬) এর বিরুদ্ধে কর্ণফুলী ও কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনের দু’টি মামলা রয়েছে।