তপু রায়হান রাব্বী, প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নে ১০টাকা কেজির চাল বিতরণ করা হচ্ছে আজ ১৩ই মার্চ রোজ মঙ্গলবার। ৬নং পয়ারী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারকে ১০টাকা কেজির চাল ৩০কেজি করে পাচ্ছে ৫১৮ জন। সরকার অনুমোদিত ডিলার মোঃ এনামুলের নির্দেশে ভার্পাপ্ত মোঃ ফরহাদ এলাহি মিলন এ চাল বিতরণ করছে ৫১৮টি কার্ডের। মিলন জানান চাল বিতরণ করা হচ্ছে সকাল ১০টা থেকে এ কার্ডের চাল বিতরণ করা হবে বিকাল ৫টা পর্যন্ত। এসময়ের মধ্যে পরিদর্শনে আশতে পারে ফুলপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাসেদ হোসেন চৌধরী এবং ফুলপুরের খাদ্য অধিদপ্তরের স্যার। চাল প্রাপ্তিগণ জানান, এবার নিয়ে আমরা ৩ বার চালপেলাম ১০টাকা কেজির চাল ৩০কেজি করে। গত ১৬-০৪-১৭ সালে পেয়েছি আর এখন আবার আজ পাচ্ছি। সুষ্ট ও সুন্দর পরিবেশে এভার চাল পাচ্ছি। চালপাপ্ত কাজল উদ্দীন জানান গত বার চাল দেবার সময় একটু সমস্য থাকলেও এভার সে সমস্য নেই। আগে চাল পেয়ে অনেকেই বিক্রয় করে দিত এবং কার্ড বিক্রয় করে দিত এবার সে সমস্য নেই। এবার আমরা সুষ্ঠ ভাবে চাল পাচ্ছি। আমাদেরকে ১০টাকা কেজি চাল দিয়ে জীবন রাক্ষা করছেন বর্তমান সরকার, তার কাছে আমরা চির ঋণী। “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।