৭১ বাংলাদেশ প্রতিবেদকঃপিরোজপুরের শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ১১টি কোচিং সেন্টারে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে এক বিশেষ অভিযানে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, নিয়ম বহির্ভূত ভাবে জেলা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোচিং সেন্টার গড়ে উঠেছিল। বিদ্যালয়ে ক্লাস চলার সময়েও এ কোচিং সেন্টারগুলোতে খোলা থাকতো। অভিযানে শহরের মধ্যরাস্তা এলাকা থেকে ৫টি, বসন্তপুল এলাকায় থেকে ৩টি, কালীবাড়ি সড়ক এলাকা থেকে ১টি, রাজারহাট থেকে ১টি ও পশ্চিম শিকারপুর এলাকায় থেকে ১ কোচিং সেন্টার বন্ধ করে সিলগালা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন জানান, অবৈধ এসব কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসন থেকে এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কোচিং না করানোর জন্য পরামর্শ দেন।
Discussion about this post