জি,এম,আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী স্কুল মোড় হতে কুশখালী বাজার বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি দিয়ে চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।আর কত খারাপ হলে সড়কটি সংস্কার করা হবে,এমন প্রশ্ন এলাকাবাসী সহ পথচারীদের। তথ্যানুসন্ধানে সরে জমীনে গিয়ে দেখা যায় যে ভারত সীমান্তের কোল ঘেসে যাওয়া এ রাস্তাটি গত ১৪ বছরের মধ্যে সংস্কার না করায় রাস্তাটির অধীকাংশ জায়গায় বড় বড় গর্ত হয়ে কাদা যুক্ত হয়ে আছে। যে কারনে ছোট ছোট গাড়ী ঘোড়া চলাচলে করতে দারুন ভোগান্তি হচ্ছে পথচারীদের ।উদ্ধতন কর্তৃপক্ষ রাস্তাটি কয়েকবার সংস্কার করার উদ্যােগ নিলে ও আজ ও তা বাস্তবায়ন হয়নি। অথচ এ সড়কের দুই প্রান্তে এবং মধ্যখানে বড় বড় দুটি গ্রাম্য সাপ্তাহিক বাজার,সীমন্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ক্যাম্প,স্কুল,কলেজ,মাদরাসা সহ ৩ টি প্রাইমারী স্কুল রহিয়াছে যে কারনে রাস্তাটি অনেক গুরুত্ব বহন করে। এ ছাড়া ও গ্রাম্য মানুষের শহরে যাওয়ার অন্যতম একটি রাস্তা এটি।অথচ এ ব্যাস্ততম সড়কটি প্রতি কর্তৃপক্ষের যথাযথ নজর না থাকায় সড়কটি উন্নতির ছোয়া থেকে মুখ থুবড়ে পড়েছে। এলাকাবাসী জানায় মাঝে মাঝে ব্যাসায়ীরা নিজেদের খরচ দিয়ে বড় বড় গর্ত গুলোয় আদলা ইট দিয়ে গর্ত ভরাট করে তাদের ধান, গম, পাট, সার রড় সিমেন্ট,বালীর ট্রাক, টলি পার করে থাকেন। কিন্তু একবার গর্ত ভরাট করে একবার ভারী যানবহন গেলে আবার পূর্বের ন্যায় হয়ে যায়। রাস্তাটির দুই পাশ দিয়ে এক ফুট কোথাও কোথাও দুই ফুট গর্ত হয়ে সেখানে পানি জমে থাকে।একটু বৃষ্টি হলেই সেখানে পানি থৈ থৈ করে বর্তমান সরকারের নেতৃত্বে দেশ বিভিন্ন দিক দিয়ে উন্নতি হলেও এই এলাকার অনেকগুলো রাস্তা এখনো পর্যন্ত উন্নতির ছোঁয়া থেকে বঞ্চিত।তাই উধর্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী ও ভূক্তভোগী পথচারীদের জোর দাবী যে বর্ষা মৌমুম আসার আগেই দ্রুত সময়ের মধ্যে এ সড়কটি সংস্কার করার।শিকড়ী টু কুশখালী বিজিবি ক্যাম্প সড়কটি বেহাল দশা দেখার যেনো কেও নেই বলে জানান এলাকাবাসি ।