গাজীপুরে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, জমিদখলসহ নানা কর্মকান্ডে বিতর্কিত কথিত সাবেক ছাত্রনেতা ১৬ মামলার আসামী রবিন সরদারকে (৩০) গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গত ৩০ই জুলাই ২২ ইং শনিবার রাতে তাকে ঢাকার মগবাজার এলাকার তালতলী থেকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায় রবিন সরদারের বিরুদ্ধে জয়দেবপুর থানা, জিএমপি’র সদর ও বাসন থানায় দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, ভূমিদখলসহ বিভিন্ন অপরাধে ১৬ টি মামলা রয়েছে।
সূত্র জানায় গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে মহানগরের পশ্চিম জয়দেবপুরে গোল্ডেন টাওয়ারের সাত তলার নিজ কক্ষের বিছানার নিচ থেকে ১টি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post