কামাল হোসেন বেনাপোলঃওয়ার্ড কাস্টমস অর্গানাইজেশন এর ১৮৩ টি সদস্য দেশের সাথে তাল মিলিয়ে নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৯ পালিত হয়েছে। বর্নাঢ্য র্যালি, সেমিনার সচেতনামুলক কার্যক্রম, প্রশিক্ষন, বিশেষ মহড়া অংশীজনদের নিয়ে নানা কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১ টার সময় বেনাপোল কাস্টমস ক্লাবে এবারের মুল প্রতিপাদ্য স্মার্ট বর্ডার নিয়ে আলোচনায় সভায় যশোর কাস্টমস ভ্যাট এক্সাসাইজ কমিশনারেট শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন যশোর -১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জাতিয় রাজস্ব বোর্ডের সদস্য ( মুসক নিরীক্ষা ও গোয়েন্দা) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যশোর কাস্টমস এর অতিরিক্ত কমিশনার শেখ ফয়সাল মুরাদ, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ লতা, সহ – সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, ডেপুটি কমিশনার জাকির হোসেন প্রমুখ।
বক্তারা আন্তঃবানিজ্য সহজীকরন ও নাগরিকদের বিশ^ব্যাপি ভ্রমনকে প্রধান্য দিয়ে বলেন, সীমান্তে অবাধ বানিজ্য পাসপোর্টযাত্রী পারাপার পরিবহনের স্মার্ট বর্ডার এর ”সীমান্ত ব্যব¯’া” আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৯ সালের প্রতিপাদ্য হিসাবে গৃহীত হলো। জাতিয় রাজস্ব বোর্ডের নির্ধারিত আহরনের লক্ষ মাত্রা অর্জনে নিরলস কাজ করে যা”েছ বেনাপোল কস্টমস কর্মকর্তারা। কর্মকর্তারা বলেন চোরাচালান শুল্ক ফাঁকি উদঘাটন অবৈধ ও ক্ষতিকর পন্য বহনকারিদের সনাক্ত করন, এবং শুল্ক আহরনের ধারাকে অব্যাহত রাখার জন্য বৈধ বানিজ্যেক উদ্বুদ্ধকরনে বেনাপোল কাস্টমস হাউজ ব্যাপক ভুমিকা পালন করে থাকে। ইতিমধ্যে সংস্কার ও শুল্ক ব্যব¯’াপনায় বেনাপোল কাস্টমস হাউস সারা বাংলায় তথা সরাবিশে^র দৃষ্টি আকর্ষন করেছে। দ্রুত পন্য খালাস ও যানজট নিরসেনে বেনাপোল কাস্টমস ব্যাপক সমাদৃত হয়েছে। পন্যজট হ্রাসে চালু করা হয়েছে লিংক রোডÑ১ও২ এবং সিজিসি ৯নম্বর পর্যন্ত গেট করা হয়েছে। শুল্কায়ন গ্রুপ সংখ্যা ৫ থেকে ৯ পর্যান্ত উন্নীত করন হয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পাসপোর্ট যাত্রীদের জন্য পরিস্কার পরিছন্নতা সহ স্কানিং মেশিন বসানো হয়েছে। এবং দালাল মুক্ত করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের সভাপতি যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকাত হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উদযাপনে নেওয়া কর্মসূচির উদ্বোধন করেন।
তার আগে সাড়ে ৮ টায় বেনাপোল কাস্টমস হাউজ থেকে নানান সাজে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে বেনাপোলের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে অংশ নেয় কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, ডেপুটি কমিশনার জাকির হোসেন, সহকারী কমিশনার উত্তম চাকমা, সাবেক সহসভাপতি সামসুর রহমান, আমদানি, রফতানি সমিতির সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, কাস্টমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোস্তফা মামুনসহ কাস্টমস ও ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দেশে সর্বমোট অনুমোদিত ২৩টি ¯’লবন্দর রয়েছে। এর মধ্যে সচল ১৩টি বন্দর। এদের মধ্যে অন্যতম বেনাপোল বন্দর। ¯’লপথে এ বন্দর দিয়ে রাজস্ব আয়ের দিক থেকে বেনাপোল কাস্টমস হাউজ সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব দাতা। প্রতিবছর এখান থেকে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ হয়। কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার মানুষের কর্মসং¯’ান এ বন্দরে।
২০১৮-১৯ অর্থবছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস হাউজকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা