গত শুক্রবার (১৪ ই এপ্রিল) চট্টগ্রামের ২নং গেটস্থ একটি রেস্তোরায় বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
আয়োজন শুরু হয় বিভাগের ৫৩ ব্যাচের ছাত্র ইকবাল হোসেন টিটুর কোরআন তেলওয়াতের মাধ্যমে।আয়োজনে সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী নাদিম হোসেন।
ইফতার পূর্ববর্তী প্রারম্ভিক বক্তব্য দেন চবি দর্শন বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ,দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান।
এতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজকদের এবং বিভাগের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সকলে মিলেমিশে বিভাগের সবাই উন্নয়নে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নুসরাত জাহান কাজল এবং অধ্যাপক ড. মোঃ ইকবাল শাহিন, সহকারী শিক্ষকগণ মাসুম আহমেদ ও ড.শিরিন আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মোঃ নাজেমুল আলম মুরাদ।
প্রায় শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়।
Discussion about this post