জনতার কলাম,কমান্ডার এম এম লালমিয়াঃবঙ্গবন্ধু আদর্শ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদের স্বরনে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধান্জলী নিবেদন করা হবে। উক্ত শ্রদ্ধান্জলীতে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সকল গ্রামপুলিশ সদস্যদের উপস্থিতি কামনা করছি। শ্রদ্ধান্জলী শেষে পরবর্তী কার্যক্রম ঘোষনা করা হবে।