৭১ বাংলাদেশ প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়ি ছাদেকনগর দরবার শরিফে প্রত্যক বছরের ন্যায় এই বছরও জমঈয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় ১০ফাল্গুন ২২ফেব্রুয়ারি গাউসিয়া আবেদ শাহ মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহ ও রাসূল স্বরণে পবিত্র ঈদে মিলাদুন নবী (দঃ), পাক-পাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামগণের ৩৭ তম ওরশ শরিফ। উক্ত ওরশ শরিফের প্রবর্তক ও জমঈতুল আশেকানে আবেদীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা আশেকে রাসূল শাহসুফি সৈয়দ মুহাম্মদ আবেদ শাহ রাঃ এর পরিচালনায় আজ হতে ৩৭ বছর পূর্বে সূচনা হয় এই ওরশ শরিফ যা এখনো চলমান এই দিবসে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার ভক্তের সমাগম হয় । ওরশ শরিফের দিন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়, বাদে ফজর খতমে কুরআন ও গেয়ারবী শরিফ, রাত ১০টা থেকে মিলাদ ও জিকিরে মাহফিল, এবং রাত ১টায় আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে ওরশ শরিফের কার্যক্রম। এতে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন এন্তেজামিয়া কমিটি।
Discussion about this post