তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । ময়মসিংহের ফুলপুর উপজেলায় আজ ১৩ই মার্চ রোজ মঙ্গলবার প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ফুলপুর উপজেলা অফিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত রয়েছেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারনম্যান এডঃ আবুল বাশার আকন্দ (সাবেক এমপি) ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক, মুক্তুিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, খলিলুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন , অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এ হাকিম সরকার সহ আরো অনেকে ।