আওয়ামিলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ও ছাত্রলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়। ১ম কর্মসূচী সকাল ৮ ঘটিকায় কোরআনে খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ২য় কর্মসূচীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতির্কীতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় ৩য় কর্মসূচীতে এক বিশাল শোক র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিটি ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে শেষ করা হয় উক্ত অনুষ্ঠানমালা গুলোতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাহাদুর ,সাধারণ সম্পাদক সেলম রেজা, ওয়ার্ড আওয়ামিলীগ নেতা ছালে আহমদ বিকম,ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলী মোহাম্মদ মেম্বার, জামাল সদ্দার,বাবুল সদ্দার,সালাউদ্দিন সরকার, মো: আবদুল লতিফ, মহিউদ্দিন, বেলাল আহমেদ, মোস্তফা কামাল টিপু,মো: ইসমাইল, আবদুল গফুর, ফরিক মেম্বার,সোনা মিয়া মেম্বার, এখলাস, বাদশা,সুমেন্দ্র বড়ুয়া,মো: আলি, মো: জাবেদ, শাহেদ আলি খান, বিসু বড়ুয়া,মো: ইকবাল, মো: হারুন,মো: সেলিম, মো: আকবর, শাহেদ,শওকত সরকার,সবুজ, মো: নাছির,রাশেদ, সাজ্জাদ,রাজু মুনসুর, জাহাঙ্গির হোসেন,উপ পরিবেশ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ তুষার ধর, আব্দুল মামুন জামশেদ,সাইফুল আলম মানিক,খোরশেদ আলম বাপ্পি,মো: সুমন, জাহেদ মাহমুদ জুয়েল,মাসুদ রানা বিপ্লব, শাহাদাত হোসেন সাজু,রাকিব, জোবায়ের রহমান, রিদয়, সজীবুর রহমান, জিয়া, আরফাত, সোহেল সেতু, অপু ও ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের সর্বসাধারণ উপস্থিত ছিল।