বিশেষ প্রতিনিধিঃবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়ে সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবে আমরা দুই হাত প্রসারিত করে থাকব, তাকে বুকে আগলে নেয়ার জন্য?
কিন্তু যে সময়ে তিনি বাংলাদেশে আসছেন, সেই সময়ে দুই হাত প্রসারিত করে থাকা নয়, দুই হাত শক্ত করে রাখা, তাকে ফেরানোর জন্য। অসাম্প্রদায়িক মানবের দেশ ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এ মুহূর্তে তার (নরেন্দ্র মোদি) বাংলাদেশে আসা এবং তাকে স্বাগত জানাতে না পারা আমাদের জন্য দুঃখজনক।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
এ সময় কাদের সিদ্দিকী বলেন,(রবিবার) পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা যথাযথ সম্মান করব। নিশ্চয়ই তাকে যথাযথ সম্মান অবশ্যই করবেন, কিন্তু বাংলাদেশের মানুষ দামোদর নরেন্দ্র মোদিকে এবার সম্মান করতে পারছে না। একজনও তাকে সম্মান করবে না। এই অবস্থায় তিনি আসবেন কী আসবেন না, আমরা জানি না।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আরেকটা কথা বলতে চাই, শেখ লুৎফর রহমানের ছেলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা চিনি আমাদের নেতা শেখ মুজিবুর রহমানকে যিনি বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছেন। সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জন্মদিন পালিত হয় তাহলে বাংলাদেশের সমগ্র লোককে নিয়ে সেটা পালন করা উচিত এবং করতে হবে।
শুধু আওয়ামী লীগ এবং সরকার যদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারে। কিন্তু বাংলাদেশের নেতা, বাংলাদেশের পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী একা আওয়ামী লীগের পালন করার কোনো অধিকার নেই।