বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে ৬২২ মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২২মে ২০২০, শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে টাঙ্গাইল-৬, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশের ন্যায় নাগরপুরে আর্থিক অসচ্ছলতা দূরীকরনে প্রতি মসজিদে ৫০০০ টাকা করে ৬২২ মসজিদে মোট ৩১লক্ষ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ,মসজিদের ইমামগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।