৭১ বাংলাদেশ প্রতিবেদকঃমোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত ছোট দারোগারহাট তাহের-মনজুর কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৬ মার্চ) সকালে তাহের-মনজুর কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সিটি মেয়র এম মনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, ছগির আহমদ, কাজী মাহাবুবুর রহমান, প্রভাষক লায়লা নাজনীন রব।
এম মনজুর আলম বলেন, যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হবে এলাকার মানুষ তত বেশি সচেতন ও শিক্ষিত হবে। আর জাতি সচেতন ও শিক্ষিত হলে স্বাধীনতা অর্জনের সুফলও মানুষ বেশি ভোগ করতে পারবে।
তিনি বলেন, এ এলাকায় কোন কলেজ ছিলনা।চ ও ৬ কিলোমিটার দক্ষিণে সীতাকুণ্ড কলেজ। এতদূরে গিয়ে এই এলাকার শিক্ষার্থীদের কলেজে পড়তে হতো। বিষয়টি চিন্তা করেই ২০১৬ সালের ১০ ডিসেম্বর এখানে কলেজ করার উদ্যোগ নিয়েছিলাম। ছয় মাসের মধ্যে পাঠদানের অনুমোদ তাহের-মনজুর কলেজ প্রতিষ্ঠা করি।
২০১৭ সালে তিনটি বিভাগে (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক) মোট ১১৯ জন শিক্ষার্থী নিয়ে প্রথম ব্যাচের যাত্রা শুরু হয়। শিগগির এই কলেজে অনার্স কোর্স চালু করা হবে।
কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন মাহমুদ’র সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোস্তফা, সীতাকুণ্ড মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল আলম, তাহের-মনজুর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নুর ছাফা, ইংরেজি বিভাগের প্রভাষক রবিন ঘোষ, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শারমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post