নড়াইল জেলা প্রতিনিধিঃআল আমিন (৩৪), পেশায় একজন চালক,বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে।
জমিজমা বলতে এক শতক জমিও নেই তার।
ওই গ্রামে পরের জামিতে একটি ঘর তুলে বসবাস করেন। পরিবারে মা, স্ত্রী ও তিনটি সন্তান মোট ৬ সদস্যের পরিবার।করোনা ভাইরাসের কারনে গত ২৪ মার্চ থেকে বাড়িতেই বসে আছেন। রাস্তায় বে হতে পারেন না।
এলাকাবাসি বলেন অত্যান্ত দু:খের বিষয় এ পর্যন্ত তিনি সরকারী ত্রাণ, মাননীয় সংসদ সদস্য কর্তৃক বিতরণকৃত ত্রাণ এমনকি কারও কাছ থেকে কোন সহযোগিতা পাননি।কেন পাননি এর উত্তর তিনি বলতে পারেননি।
পেটের দায়ে সব সময় কাজে ব্যস্ত থাকার কারনে চেয়ারম্যান বা মেম্বরদের নেক নজরে আসতে পারেননি। তাই তার নামটাও ত্রাণ বিতরণের তালিকায় ওঠেনি।
বর্তমানে ৬ সদস্যের পরিবার নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন।
বিষয়টি মাননীয় সংসদ সদস্য , জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিত্তবান ও দানশীল মানবতাবাদীদের সুদৃষ্টি কামনা করছেন ।
আল-আমিনের সাথে যোগাযোগ জন্য মোবাইল নম্বর- ০১৪০২-১৭২১২৮,