কবিতা-৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭ই মার্চ তাকিয়েছিল বৃদ্ধ,মা-বোন,শিশু,ছাত্র,কৃষক।
৭ই মার্চ তাকিয়েছিল মুসলিম,হিন্দু,খ্রিষ্টান,বৌদ্ধ বহু ধর্মের নির্যাতিত,
নিপীড়িত মানুষ।
৭ই মার্চ তাকিয়েছিল সোহওয়ার্দী উদ্যাণে বিশ্ববাসী নেতা
একটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ সোহওয়ার্দী উদ্যাণ স্মরণীয় দিন,স্থান।
৭ই মার্চ লক্ষ,কোটি সাধারণ মানুষের ঢল প্রস্তুত বাঙ্গালী দিতে বিসর্জন।
৭ই মার্চ প্রভাবশালী,আপোষহীন,সাহসী মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ জন্মভূমি,মাতৃভাষা,স্বাধীন মানচিত্র অধিকারে ডাক দিয়েছিল
প্রকাশ্যে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ পাড়া-মহল্লা,গ্রাম-গঞ্জ,দোকানে প্রস্তুত রেডিও,টেন্ডেস্টার ভাষণ কখন।
৭ই মার্চ ফাঁসি,জেল,জরিমানা তুচ্ছ করে উঁচুতে শির শ্রেষ্ঠ বাঙ্গালী
মহাবীর ৭ই মার্চ সম্মানী,দামী,সততাবান,
বিশ্বাসী ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ শিক্ষক,রাষ্ট্রনায়ক,আদর্শ অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ আদেশ,উপদেশ প্রতিজ্ঞা সোহওয়ার্দী উদ্যাণ।
৭ই মার্চ পদ-পদবীধারী সাধারণ মানুষ আজ ৭ই মার্চ অবদান,
অনুদান দিয়েছে উপাধি গর্বিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ সফল নেতা,বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ভুলবনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ।
কবি-তাজ উদ্দীন৬/৩/২০১৯খ্রিঃ বেগুনগ্রাম,কালাই জয়পুরহাট।