৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ৭১ এর পরাজিতরা যৌথ শক্তি ব্যবহার করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, তার সমস্ত চক্রান্ত ইতোমধ্যে উন্মোচিত হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর শোক সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মাথায় হত্যা করায় তার স্বপ্ন স্বাভাবিক ভাবে অপূর্ণ রয়ে গেছে। তাই বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পুরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহা উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে। গ্রাম এখন শহর হয়ে গেছে। গ্রামে শহরের সব সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। এটাই শেখ হাসিনা সরকারের সাফল্য। সরকারের সাফল্যে বাধা দিতে পদ্মা সেতু নিয়েও বিএনপি সমর্থিতরা নানাধরনের গুজব সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করেছে তাও নশ্চ্যাৎ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার সরকার । আমাদের সবাইকে এসব গুজব থেকে সর্তক থাকতে হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের চট্রগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহম্মদ। সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম চেয়ারম্যান ও যুগ্মসাধারন সম্পাদক শেখ শহিদুল আলমের যৌথ উপস্থাপনায় এ সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, জেলা আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন এমরান, শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহুরসহ জেলা- উপজেলা- ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে ।