কবিতা,বাংলার জয়–বঙ্গবন্ধুর আহবানে জয়বাংলা স্লোগানে, স্বাধীন হলো পূর্ব বাংলা, বাংলার জয় গানে গানে। ক্ষুধা পেঠে নয়টি মাস অস্ত্রহাতে যুদ্ধ করে, ৭১ এর বীর যোদ্ধারা ঘরে ফিরলেন স্বাধীন করে। বাংলার উপর হায়েনাদের পড়লো আবার কুদৃষ্টি, ছলে বলে অপকৌশলে করতে চায় জিন্দাবাদের সৃষ্টি। বৈঠা হাতে প্রস্তুত থাক করতে তাদের প্রতিহত, ৭১ এর ঐক্য দেখে পালাবে, দেশ বিরোধী আছে যত। জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে এখনো আছে মহাশক্তি, ঐক্য থাক মুক্তিযুদ্ধের প্রজন্ম দেশমাতাকে করে ভক্তি।কবিতা- মোঃ কামাল হোসেন