আজ বেলা ১১ টায় বাংলাদেশ টিভি চট্টগ্রাম কেন্দ্রে “৭১’ মার্চের উত্তাল দিনগুলির স্মৃতিচারন অনুষ্টান-স্বাধীনতা আমার স্বাধীনতা” এর ৫ টি অনুষ্টানের ষ্টুডিও রের্কডিং সম্পন্ন হয়। এতে উপস্থাপক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন। আলোচনায় ছিলেন ১ ম পর্বে – নৌ কমাণ্ডো এ এইচ এম জিলানী চৌধুরী ও নৌ কমাণ্ডো মো:বদিউল আলম শাহ। ২ য় পর্বে – বীর মুক্তিযোদ্ধা মো:গোলাম হায়দার ও বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী খাদেম। ৩ য় পর্বে বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহম্মদ। ফেসবুক ওয়াল, মুক্তিযোদ্ধা জাহেদ আহম্মদ।
Discussion about this post