মোঃ রেজাউল হক ফারুকঃ ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ পাঠাগার ছাত্র ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে বায়েজীদ থানার অধীনে কুঞ্জছায়া আবাসিক এলাকায় ১৬ই ডিসেম্বর রোজ রবিবার ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ- মুক্তিযোদ্ধা বিষয়ক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ পাঠাগার ছাত্র ফেডারেশন এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত সভায় ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ এর চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে সভা পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মোস্তফা ফারাজী, বীর মুক্তিযোদ্ধা ধনু মিয়া, মোঃ আলী আরজু, মোঃ ইসমাইল, মোঃ আনোয়ার হোসেন আনু, মোঃ রিপন ভুইয়া, মোঃ মানিক মিয়া, মোঃ ইউনুস, মোঃ ফারুক সিকদার দিপ্তী, মোঃ জাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি বক্তব্যে বলেন ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা বাংলার প্রতিটি ঘরে ঘরে জাগ্রত করার জন্য আহবান জানান।